করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক সংসদ সদস্য মাহবুবুর রহমান ভুঁইয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
স্বজনরা জানান, গত ৯ এপ্রিল করোনা উপসর্গ নিয়ে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন বরুড়ার সাবেক এমপি মাহবুবুর রহমান ভুঁইয়া। প্রথম দফায় তার করোনা পজিটিভ আসলেও দ্বিতীয় পরীক্ষায় নেগেটিভ আসে। তারপরও শারীরিক জটিলতায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার তিনি মারা যান।
পরিবারের লোকজন জানান, মঙ্গলবার বাদ আসর নিজ গ্রামে তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মাহবুবুর রহমাননের স্ত্রী শিক্ষকতা করেন। একমাত্র মেয়ে ডাক্তার। ছেলে সম্প্রতি বিবিএ পাশ করেছেন।
মাহবুবুর রহমান ভূইয়া বরুড়া উপজেলার গোহালিয়া চুনারিখলার ভূঁইয়া বাড়িতে ১৯৫০ সালে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৯ সালের গণআন্দোলনে ও একাত্তরে মুক্তিযুদ্ধে অংশ নেন। ১৯৭৮ সালে জাতীয়তাবাদী দলে যোগদান করেন।
তিনি বরুড়া উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৮৮ সালে চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় পাটির হয়ে কুমিল্লা-৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সবশেষে তিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।